
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রেশন দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি। শুক্রবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিক ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। একই সময়ে অন্য একটি দল সন্দেশখালির এক তৃণমূল নেতার বাড়িতে হানা দেয়। শাহজাহান শেখ নামে ওই তৃণমূল নেতাও জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাতটা নাগাদ বনগাঁর শিমুলতলায় শঙ্করের শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চালানোর পর তাঁর বাড়িতেও যান ইডির আধিকারিকরা। তবে শঙ্কর বাড়ির ভিতরে রয়েছেন কি না, তা জানা যায়নি। প্রসঙ্গত, ২০০৫ সালে প্রথম বনগাঁ পুরসভার কাউন্সিলর হন শঙ্কর। পরে বনগাঁ পুরসভার পুরপ্রধান হন। শঙ্করের স্ত্রী–ও পুরসভার চেয়ারম্যান ছিলেন। এছাড়া ইডি হানা দেয় শঙ্কর আঢ্যর ভাই মলয় আঢ্যর আইসক্রিম কারখানায়। এমনকী শঙ্কর আঢ্যর এক কর্মচারী বিশ্বজিৎ ঘোষের বাড়িতেও হানা দিয়েছে ইডি।
পাশাপাশি সকাল সাতটা নাগাদ সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির কাছে পৌঁছয় ইডির একটি দল। তবে বাড়ি তালাবন্ধ ছিল। ডাকাডাকির পরেও কারও সাড়া না মেলায়, সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। তখন বেশ কয়েকজন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় বাহিনীকে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। এর পাশাপাশি বিজয়গড়ে একটি ফ্ল্যাটের চার তলায় হানা দিয়েছে ইডি।
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
'স্ট্রং ম্যান' হুমায়ুন, বহরমপুরে রুদ্ধদ্বার বৈঠকে মুর্শিদাবাদে ১০ জনের বিশেষ কমিটি গঠনের নির্দেশ মমতার
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে